আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি : এস এম রশিদুল হক

লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক

সংগৃহীত ছবি

ফিচার

আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি : এস এম রশিদুল হক

  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর, ২০১৮

ভারত সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট। ১৮৭ কিলোমিটার অরক্ষিত সীমান্ত এ জেলাকে ঘিরে রেখেছে। ফলে রয়েছে মাদকের সহজলভ্যতা। আমি এ জেলায় যোগদানের পর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করি। মাদকের বড় বড় চালানসহ শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদক ব্যবসায়ীদের ধরতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করেছি। আমি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদকপ্রবণ সীমান্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করেছি। ফলে অনেক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে এবং অনেকে এ ব্যবসা ছেড়ে অন্য কাজ করে স্বাভাবিক জীবন-যাপন করছে। এছাড়া জঙ্গিবাদ দমন, জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আসছে লালমনিরহাট পুলিশ বাহিনী। জেলার শান্তি সুরক্ষায় শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে নিয়মিত মতবিনিময় সভা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads