ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছি : সাখাওয়াত হোসেন সুমন

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুমন

সংগৃহীত ছবি

ফিচার

ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছি : সাখাওয়াত হোসেন সুমন

  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর, ২০১৮

অপার সম্ভাবনা থাকার পরেও শুধু প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও দেশি-বিদেশি উদ্যোক্তার অভাবে লালমনিরহাটে কোনো শিল্প-কলকারখানা গড়ে ওঠেনি। তবে কৃষিপ্রধান এ জেলায় ধান উৎপাদন ভালো হওয়ায় এখানে গড়ে উঠেছে ছোট-বড় কয়েকশ চালকল। আমি চেম্বারের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করে যাচ্ছি। এ জেলায় অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দরে অবকাঠামো ও অন্যান্য সমস্যার কারণে ব্যবসা-বাণিজ্য তেমন বৃদ্ধি পাচ্ছে না। তবে নবনির্মিত দ্বিতীয় ধরলা সেতু ও দ্বিতীয় তিস্তা সড়ক সেতু সম্প্রতি চালু হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব কমে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যে উন্নতি হতে শুরু করেছে। সেই সঙ্গে জেলাবাসীর প্রাণের দাবি দীর্ঘদিন বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দরটি পুনরায় চালু হলে ব্যবসা-বাণিজ্য আরো বৃদ্ধি পাবে এবং সৃষ্টি হবে কর্মসংস্থানের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads