মডেল পৌরসভা গঠনে উন্নয়নমূলক কাজ চলছে : সহিদ উল্যা খান সোহেল

নোয়াখালী পৌরসভা মেয়র সহিদ উল্যা খান সোহেল

সংগৃহীত ছবি

ফিচার

মডেল পৌরসভা গঠনে উন্নয়নমূলক কাজ চলছে : সহিদ উল্যা খান সোহেল

  • প্রকাশিত ২ অক্টোবর, ২০১৮

বহু পুরনো নোয়াখালী পৌরসভা। বিগত দিনে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করা হলেও মডেল টাউন রূপান্তরে পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এরপর ২০১৬ সালে আমি আওয়ামী লীগ মনোনীত মেয়র নির্বাচিত হয়ে শুরু করি নোয়াখালী পৌরসভাকে মডেল টাউনে রূপান্তর করতে জনমত গ্রহণের কাজ। প্রণয়ন করি উন্নয়ন কাজের নকশা। নোয়াখালী শহরকে একটি নান্দনিক শহরে রূপ দিতে আমরা কাজ করে যাচ্ছি। গোটা পৌরসভা এলাকার রাস্তাঘাট, ব্রিজ, ড্রেনেজ ব্যবস্থা জরাজীর্ণ ছিল। পানি সরবরাহ ছিল অপ্রতুল। সব মিলিয়ে আমি সব কাজ সম্পন্ন করেছি। দীর্ঘদিন ধরে নোয়াখালী শহরের প্রাকৃতিক সৌন্দর্য ঢাকা পড়ে ছিল বিলবোর্ডের আড়ালে। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি এ শহরকে বিলবোর্ডমুক্ত করি এবং আবর্জনামুক্ত রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ডোর টু ডোর গিয়ে আবর্জনা সংগ্রহ করছে। রাস্তায় ময়লা আর জলাবদ্ধতা নোয়াখালীর শহর মাইজদীতে দীর্ঘদিনের সমস্যা। সেই সমস্যা নিরসনে প্রকল্প বাস্তবায়ন শুরু করেছি। শহরবাসী জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads