কৃষকের উৎপাদিত পণ্যের মূল্যায়ন করতে হবে : মাহমুদুর রহমান জাবেদ

নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সদস্য মাহমুদুর রহমান জাবেদ

সংগৃহীত ছবি

ফিচার

কৃষকের উৎপাদিত পণ্যের মূল্যায়ন করতে হবে : মাহমুদুর রহমান জাবেদ

  • প্রকাশিত ২ অক্টোবর, ২০১৮

নোয়াখালী তথা এ অঞ্চল হতে যাচ্ছে আগামী দিনের অর্থনীতির আঞ্চলিক কেন্দ্রবিন্দু। একে ঘিরেই নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোন। এ ছাড়া নোয়াখালীর বিশাল উপকূলীয় চরাঞ্চলে ব্যাপক কৃষিপণ্য উৎপাদন হয়। যেমন মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, বেগুন, কলা, মিষ্টি আলু, পেঁপে, পাতাকপি, শিম, তরমুজ, সূর্যমুখী ও সয়াবিনসহ শীতকালীন সবজি এবং গ্রীষ্মকালীন শাকসবজি ঢাকা চট্টগ্রামসহ দেশ-বিদেশে রফতানি হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন। কৃষক পর্যায়ে সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। কৃষককে আরো আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে হলে নোয়াখালী থেকে ঢাকা-চট্টগ্রামগামী এসি সংবলিত পণ্য পরিবহন ব্যবস্থা চালুর বিকল্প নেই। অপরদিকে গ্রামীণ উন্নয়নে এলজিইডির মাধ্যমে ৯ বছরে সাড়ে ৪ হাজার কোটি টাকার রাস্তাঘাট, পুল-কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, ইউনিয়ন পরিষদসহ হাটবাজারে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। প্রতিটি গ্রাম বিদ্যুতায়ন করা হয়েছে। নোয়াখালী একটি সম্ভাবনাময় অঞ্চল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads