ভর্তি জালিয়াতির অভিযোগে ইবি ছাত্রলীগ নেতার সনদ স্থগিত

ইবি ছাত্রলীগ নেতা রাশেদ পারভেজ নয়ন

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

ভর্তি জালিয়াতির অভিযোগে ইবি ছাত্রলীগ নেতার সনদ স্থগিত

  • ইবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর, ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে অপেক্ষামান তালিকা থেকে অর্থের বিনিময়ে ভর্তি করানোর অভিযোগে শাখা ছাত্রলীগের এক নেতার সনদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ছাত্রলীগ নেতার নাম রাশেদ পারভেজ নয়ন।  তিনি ইবি ছাত্রলীগের বিগত কমিটির (সাইফুল-অমিত) সহ-সম্পাদক।

বিষয়টি তদন্তের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের এক কমিটিও গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পিন্টু লাল দত্ত (সদস্য সচিব)।

আজ বুধবার সন্ধ্যায় রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (রোল নং অনার্স ১০১৭০৩৩ এবং মাস্টার্স ১৫১৭৩৭) রাশেদ পারভেজ নয়নের বিরুদ্ধে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে ভর্তির অভিযোগে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তার অনার্স ও মাস্টার্স পরীক্ষার সনদসমূহ স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এবং বিষয়টি তদন্তের জন্যে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী তিন সদস্যের একটি কমিটি গঠন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads