একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা, নির্বাচনী উত্তাপ এবং শঙ্কা বাড়ছেই। গতকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের ঘটনা ঘটেছে। নরসিংদীর শিবপুরে বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহীর প্রধান নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের গুলিতে এক মাদরাসাছাত্রী গুলিবিদ্ধসহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন। হামলাকারীরা দলীয় কার্যালয়সহ একটি প্রাডো জিপসহ ৬টি গাড়ি ও ২০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামী লীগের মিছিলে বিএনপি নেতাদের নেতৃত্বে সন্ত্রাসীরা পেট্রোলবোমা হামলা করেছে। নোয়াখালীর সুবর্ণচরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৬ নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল ও নির্বাচনী অফিস। যশোরের কেশবপুরে সন্ত্রাসীদের দাপট হঠাৎ বেড়েছে। ফলে ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরের কমলনগরে ঐক্যফ্রন্ট প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের এক কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। মাদারীপুরের রাজৈর বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মিল্টন বৈদ্যকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বগুড়ার সারিয়াকান্দিতে ধানের শীষের প্রচারণার পোস্টার ছিঁড়ে নর্দমায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোরশেদ আলমের একটি নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে আটঘড়িয়া বাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সভামঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। জামালপুরের ইসলামপুরে বিএনপির নির্বাচনী প্রচার মিছিলে যুবলীগ ও ছাত্রলীগকর্মীরা হামলা চালিয়ে ১০টি মোটরসাইকেল ভাঙচুর এবং ৭-৮ জন নেতাকর্মীকে আহত করেছে। এ ছাড়া শেরপুরে বিএনপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় ১০ জন আহত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
নরসিংদী : শিবপুরে বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহীর প্রধান নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে মাহিয়া (৮) নামে এক মাদরাসাছাত্রী গুলিবিদ্ধসহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন। হামলাকারীরা দলীয় কার্যালয় এবং একটি প্রাডো জিপসহ ৬টি গাড়ি ও ২০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। গতকাল শনিবার দুপুরে শিবপুর কলেজ গেট ধীমান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাহিয়া শিবপুর এলাকার মৃত জালাল মিয়ার মেয়ে ও শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। জানা যায়, গতকাল শনিবার দুপুরে নরসিংদী-৩ শিবপুর আসনের বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহী শতাধিক নেতাকর্মী ও গাড়িবহর নিয়ে শিবপুর কলেজ গেট এলাকায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করতে যান। নির্বাচনী ক্যাম্প উদ্বোধন শেষে নেতাকর্মীরা নির্বাচনী সভা করছিলেন। এ সময় ৪টি মাইক্রোবাসে করে মুখোশ পরা ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে সশস্ত্র হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়, মোটরসাইকেল ও গাড়ি। এ সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নির্বাচনী ক্যাম্পের ওপর অবস্থিত শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাহিয়া গুলিবিদ্ধ হয়। আহত হয় আরো ৯ জন। পরে মাহিয়াসহ আহতদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক মাহিয়াকে নরসিংদী জেলা হাসপাতালে স্থানান্তর করেন।
ময়মনসিংহ : মুক্তাগাছায় আওয়ামী লীগের মিছিলে বিএনপি নেতাদের নেতৃত্বে সন্ত্রাসীরা পেট্রোলবোমা হামলা চালিয়েছে বলে অভিযাগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে পৌরসভা বাস টার্মিনাল এলাকায়। স্থানীয় আওয়ামী লীগ দাবি করেছে উপজেলা সদর থেকে একটি মিছিল ত্রিমোহনী নতুন বাজার এলাকার দিকে যাওয়ার সময় বাস টার্মিনাল এলাকায় পেছন দিক থেকে বিএনপি নেতাকর্মীরা পেট্রোলবোমা হামলা করে। এতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক আহত হলে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোলবোমার দুটি খোসা উদ্ধার করে। রাত সাড়ে ১০টার দিকে সত্রাশিয়া এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন বিএনপি নেতাকর্মীরা। মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা জানান, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে শুক্রবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ময়মনসিংহ-মুক্তাগাছা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সুবর্ণচর (নোয়াখালী) : নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৬ নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল ও নির্বাচনী অফিস। ঘটনার জন্য একদল অন্য দলকে দায়ী করেছেন। এগুলোর মধ্যে আওয়ামী লীগের চরহাসান ভূইয়ার হাটের নির্বাচনী অফিস ও কাঞ্চন বাজারের অফিসে ব্যাপক ভাঙচুর করেন বিএনপি সমর্থকরা। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়াসহ ১৬ নেতাকর্মীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভূঁইয়ারহাট বাজার এলাকায় এবং দুপুর ১২টার দিকে কাঞ্চন বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছে ছাত্রদলকর্মী আকবর, রুবেলসহ উভয়পক্ষের ২৬ জন।
যশোর : কেশবপুরে নির্বাচন সামনে রেখে সন্ত্রাসীদের দাপট হঠাৎ বেড়েছে। ফলে ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। গত শুক্রবার থেকে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক সন্ত্রাসী ঘটনা ঘটেছে। কেশবপুরে বহুল আলোচিত-সমালোচিত ‘হাতুড়ি বাহিনী’র তৎপরতা কিছুদিন বন্ধ ছিল। শুক্রবার পৌর এলাকার মধ্যকুল এলাকায় এই কুখ্যাত বাহিনী আবার মহড়া শুরু করে। তারা মজিদপুর ইউনিয়নের আটন্ডা-শ্রিফলা গ্রামের বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভোটারদের শাসিয়েছে। কথিত বাহিনীপ্রধান শরিফুলের নেতৃত্বে অর্ধশত মোটরসাইকেলে বিপুলসংখ্যক সন্ত্রাসী এই তৎপরতায় অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কেশবপুর পৌর এলাকার ভোগতি নরেন্দ্রপুর সরদারপাড়ার শীতনাথের মোড়ে সন্ত্রাসী মাহাবুর এক বিএনপিকর্মীর মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই সময় ভোগতি গ্রামের বিএনপিকর্মী (মাংস ব্যবসায়ী) মো. শাহিন (৩৫) পাওনা টাকা আদায়ের জন্য সরদারপাড়ার মোড়ে গিয়েছিলেন। এলাকার চিহ্নিত সন্ত্রাসী একই গ্রামের মৃত আকবর সরদারের ছেলে মাহাবুর (৩২) শাহিনের ওপর হামলা করে। এর আগের দিন পাশের বায়সা গ্রামের শাজাহান নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিয়ে আসে বাহিনীর সদস্যরা। গত রাতেও তারা এলাকার বিএনপির কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিয়ে ভোটের দিন ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য শাসিয়ে এসেছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চকঘোড়াপাখিয়া এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত আড়াইটার দিকে চকঘোড়াপাখিয়া এলাকায় অবস্থিত নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে পোস্টার-ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
কমলনগর (লক্ষ্মীপুর) : ঐক্যফ্রন্ট প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের এক কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। হামলায় গুরুতর আহত আজাদ উদ্দিন নামে ওই কর্মীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার রাতে উপজেলার চরমার্টিন ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, কেন্দ্র কমিটি গঠনসংক্রান্ত একটি কর্মিসভা থেকে ফেরার পথে নৌকা প্রতীকের সমর্থকরা তার ওপর এ হামলা চালায়। আজাদ জেএসডির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক জোটের চরমার্টিন ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক এবং মুন্সীরহাট এলাকার শাহে আলমের ছেলে।
রাজৈর (মাদারীপুর) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মিল্টন বৈদ্যকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। একটি মোবাইল নম্বর থেকে সরকারদলীয় প্রার্থীর হুমকি-ধমকিতে বের হতে পারছেন না প্রচার-প্রচারণায়- এমন অভিযোগ এনে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি রাজৈর উপজেলার আমগ্রামে সংবাদ সম্মেলন করে তিনি অভিযোগ করেন।
সারিয়াকান্দি (বগুড়া) : ধানের শীষের প্রচারণার পোস্টার ছিঁড়ে নর্দমায় ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এমন ঘটনায় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে দাবি জানান, পোস্টার ছিঁড়ে নর্দমায় ফেলে দিলে কী হবে, ধানের শীষের যে জনসমর্থন রয়েছে তা দমানো খুবই কঠিন হবে। রিটার্নিং কর্মকর্তার দাবি অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নিতে পারছি না। গতকাল শনিবার দিনভর সারিয়াকান্দির বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকার হাটবাজারে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে নৌকার পোস্টারের পাশাপাশি শোভা পাচ্ছিল ধানের শীষের পোস্টার। কিন্তু এখন সেখানে শোভা পাচ্ছে শুধু নৌকার পোস্টার। স্থানীয়রা আরো জানান, দুই-তিন দিন আগে যেখানে নৌকার পোস্টারের পাশাপাশি শোভা পাচ্ছিল ধানের শীষের পোস্টার। মোটরসাইকেল বহর এসে বেছে বেছে ধানের শীষের পোস্টার ছিঁড়ে ডোবা ও নর্দমায় ফেলে দেয়।
সেনবাগ (নোয়াখালী) : নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোরশেদ আলমের একটি নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের নবীপুর ৪ নম্বর ওয়ার্ডে ওই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর চালায় এবং ১০-১৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাবিলপুর ইাউনিয়নের ছমির মুন্সিরহাট বাজারে বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী জয়নুল আবদিন ফারুকের নির্বাচনী প্রচারকাজে ব্যবহূত একটি সিএনজিচালিত অটোরিকশা বাজারে এলে দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : আটঘড়িয়া বাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সভামঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম মাস্টার ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্বঘোষণা মোতাবেক ধানগড়া ইউনিয়নের আটঘড়িয়া বাজার চত্বরে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী আবদুল মান্নান তালুকদারের নির্বাচনী জনসভা চলছিল। এ সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে সভামঞ্চ ও সাবেক এমপি আলহাজ আবদুল মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে। অন্যদিকে ধানগড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল হামিদ সরকার, সাধারণ সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম বিএনপির অভিযোগ খণ্ডন করে বলেন, বেলা ২টা থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আবদুল আজিজের নির্বাচনী জনসভা চলছিল এ সময় জামায়াত বিএনপির পেটুয়া বাহিনী আবদুল মান্নান তালুকদারের নেতৃত্বে শান্তিপূর্ণ জনসভায় হামলা চালায়।
জামালপুর : ইসলামপুরে বিএনপির নির্বাচনী প্রচার মিছিলে যুবলীগ ও ছাত্রলীগকর্মীরা হামলা চালিয়ে ১০টি মোটরসাইকেল ভাঙচুর এবং ৭-৮ জন নেতাকর্মীকে আহত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী। গতকাল শনিবার দুপুরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কাছিমা এলাকায় এ হামলা চালায়। বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু জানান, তার কর্মী-সমর্থকরা ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে গতকাল দুপুরে গোয়ালের চর ইউনিয়নে নির্বাচনী প্রচারে যায়। তারা বুলাকিপাড়া থেকে মিতালী বাজার যাওয়ার পথে কাছিমা ব্রিজে লাঠিসোটা নিয়ে সশস্ত্র হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
শেরপুর : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ঝিনাইগাতীতে বিএনপির প্রার্থী গণসংযোগের সময় একদল যুবক হামলা করেছে। এ ঘটনায় তিনিসহ দলের অন্তত ১০ নেতাকর্মী আহত হন। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে তিনআনী বাজারের মহিলা মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের দাবি, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। বিএনপিকর্মী মামুন, মোতালেব ও মাহফুজ মোল্লা বলেন, সন্ধ্যার দিকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন প্রার্থী রুবেল। এ সময় লিফলেট বিতরণ ও স্লোগান দিচ্ছিলেন তার সঙ্গে থাকা অন্য নেতাকর্মীরা। হঠাৎ একদল যুবক কিসের ধানের শীষ, দেশে কোনো ধানের শীষের প্রতীক নেই, সব নৌকা- এসব বলতে থাকে। একপর্যায়ে প্রচারণা বন্ধ করুন বলেই অতর্কিত হামলা চালায় ওই যুবকের দল। এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মাহমুদুল হক রুবেল বলেন, এ আসনে কোন লেভেল প্লেয়িং ফ্লিড নেই। আওয়ামী লীগের প্রার্থী উৎসবমুখর পরিবেশে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কিন্তু আমি প্রচারণার মাঠে গেলেই স্থানীয় প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে বাধা দিচ্ছে।