ফিচার

বাবার স্বপ্নকে বুকে ধারণ করেই এগিয়ে চলা

  • অরণ্য সৌরভ
  • প্রকাশিত ৮ নভেম্বর, ২০২১

বাবাকে হারানোর পর হোঁচট খেয়ে পড়েন তিনি। কারণ দেশের প্রত্যান্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বনজ ও ভেষজ উপাদানগুলো সংগ্রহ করাটা তার একার পক্ষে অনেকটা হিমালয় জয় করার মতো সামনে এসে দাঁড়িয়েছিল। কিন্তু বাবার যে স্বপ্ন বুকে পুষেছেন সেই স্বপ্ন পূরণের পথে কোন বাঁধাই বাদ সাধতে পারে না! বাঁধা ডিঙিয়ে পরিবার, কলিগ, জাবিয়ান ভাই-বোনদের পরামর্শ ও সহযোগিতায় বিভিন্ন জায়গা থেকে উপাদান সংগ্রহ, প্যাকেজিং, লেবেলিং সহ সব গুছিয়ে শুরু করলেন নতুন অধ্যায়ের যাত্রা।

যার গল্প বলছি তিনি সাব্বির হাসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তুরস্কের ‘তার্কিশ ন্যাশনাল পুলিশ একাডেমি’ থেকে পুনরায় অর্জন করেন মাস্টার্স ডিগ্রি। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মরত।

হোমিওপ্যাথিক ডাক্তার বাবা মানবসেবার কথা সবসময় বলার পাশাপাশি নতুন কী কী উপায়ে মানুষের সেবা করা যায় সেই ভাবনায়ও মশগুল থাকতেন। সেই চিন্তা থেকেই চুল পড়া হ্রাস, অনিদ্রা হ্রাস ও অকালপক্বতা দূর করার (বংশগত নয়) তেল নিয়ে কাজ শুরু করেন।

তার বাবা সব সময় চেয়েছেন বিদেশ থেকে দেশে এসে দেশের মানুষের জন্য কিছু করার। তাই তিনি তুরস্কে মাস্টার্স শেষ করে দেশে ফিরেই বাবার সাথে যোগ দেন কাজে। এরই মধ্যে শিক্ষকতায়ও যোগদান করেন।

পরিবারের ভাই-বোন, মায়ের সার্বিক সহযোগিতায় চাকরি এবং উদ্যোগ দুটোই সামলে এগিয়ে যেতে পারছেন বলে তিনি জানান।

২০২০ সালের শুরুতে ‘নিরাময় হোমিও ভবন এনএইচবি’ পেজের মাধ্যমে নিরাময় তেলের প্রসার ও প্রচারের কাজ শুরু করেন। ট্রেড লাইসেন্স পাওয়ার পর বর্তমানে বিএসটিআইর অনুমোদনের কাজ চলছে বলে তিনি জানান।

ভেষজ ও বনজ উপাদানের একুশটি উপাদানের সমন্বয়ে তৈরি হয় নিরাময় তেল। নিরাময় তেল মূলত মাথা ঠান্ডা করা, খুশকি হ্রাস করা, নিদ্রাহীনতা দূর করা, চুল পড়া হ্রাস করা, অকালে চুল পাকা রোধ করা ইত্যাদি উপকারিতায় তিনি মানুষকে সেবা দিয়ে থাকেন।

নিরাময় তেল নিয়ে উদ্যোক্তা হওয়ার পেছনের গল্প সম্পর্কে তিনি বলেন, আমার আব্বার স্বপ্নটাকেই আমি ধারণ করে এগিয়ে যেতে চেয়েছি। কারণ আব্বা সব সময়ই মানবসেবাকে প্রাধান্য দিতেন। নিরাময় তেলের সাথে আরো কিছু পণ্য যুক্ত করতে চাইলেও পরে সরে এসেছি। কারণ ব্যবসায়িক মনোভাব চলে আসলে মানবসেবার ভাবনার সাথে সাংঘর্ষিক হয়ে উঠবে বলে।

উদ্যোক্তা হওয়ার পথের প্রতিবদ্ধকতা সম্পর্কে তিনি বলেন, প্রতিবন্ধকতা মূলত কাঁচামালের অভাব ও দাম বৃদ্ধি। বাজারের মূল্য সব সময় উঠানামা করায় আমাদের মতো ছোট উদ্যোক্তারা সবচেয়ে বিরাট সমস্যার সম্মুখীন হয়ে পড়ি।

সরাসরি পণ্য পেতে যেতে পারেন নিরাময় হোমিও ভবন, মাটির মসজিদ খিলগাঁও-এ। এ ছাড়া ঘরে বসে পেতে চাইলে ‘নিরাময় হোমিও ভবন এনএইচবি’ ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাব্বির হাসান বলেন, নিরাময় তেলটিকে প্রাতিষ্ঠানিকিকরণ ও আরো কয়েকটি পরিবারের কর্মসংস্থান তৈরি করতে চাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads