ফিচার

ব্যাংকার ফারজানা স্বপ্ন বুনেন রংতুলিতে

  • অরণ্য সৌরভ
  • প্রকাশিত ৮ নভেম্বর, ২০২১

নিজে ব্যাংকার, স্বামী চাকরি করেন প্রাইভেট কোম্পানিতে। সব মিলিয়ে সংসারটা বেশ সুখের। মনের গভীরে লুকিয়ে রেখেছেন রংয়ের রেখায় অন্যকে ছুঁয়ে দেওয়ার স্বপ্ন।

রান্না, নাচ, গান, ছবি আঁকাসহ বিভিন্ন ধরনের ক্রিয়েটিভির সঙ্গে যুক্ত থাকায় হুট করেই উদ্যোক্তার পথে তার পা বাড়ানো। শখের বসে আঁকাআঁকি থেকে শুরু করেন উদ্যোগ কাব্যরং।

২০২১ সালের ১৮ জানুয়ারি ক্যানভাস পেইন্টিংয়ে ফেসবুক পেজের মাধ্যমে যাত্রা শুরু করে কাব্যরং। ফেসবুক পেজই তার মার্কেটপ্লেস।

মাত্র ৩০০০ টাকার ক্যানভাস কিনে কাব্যরং উদ্যোগের শুরু করলেও এখন পর্যন্ত লক্ষ টাকার বেশি সেল করেছেন তিনি। ক্যানভাস পেইন্টিং দিয়ে যাত্রা শুরু হলেও সুপারি পাতার খোলের প্লেট, গ্লাস বোতল পেইন্টিং, শাড়ি-পাঞ্জাবি হ্যান্ডপেইন্টিং, কাঠের গহনা সংযুক্ত করেছে উদ্যোগে। বর্তমানে যোগ করেছেন কুর্তি, থ্রি-পিসও।

রং নিয়ে যিনি খেলা করতে ভালোবাসেন তিনি কাব্যরংয়ের কর্ণধার ফারজানা ইসলাম। জন্ম, শৈশব, কৈশোর, দাম্পত্য পথচলা সবই ঢাকার মিরপুরে। এসওএস হারম্যান মেইমার কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ডিগ্রি অর্জন করে ভর্তি হন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। সবশেষে বিআইবিএম থেকে মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট শেষ করে বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত।

রং নিয়ে কাজ করার বিষয়ে ফারজানা ইসলাম বলেন, সৃজনশীল কাজ বরাবরই অতুলনীয় আমার কাছে। নিজের হাতে একটা ছবি কিংবা গহনা একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারে বা তার প্রিয়জনের সবচেয়ে সুন্দর সময়ে উপহার হিসেবে দিবে এসব চিন্তা থেকেই পেইন্টিং নিয়ে কাজ করা।

ফারজানা ইসলাম বলেন, চাকরি অর্থের জোগান দিলেও মনের চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। সৃজনশীল কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেওয়ার ও মানুষের ভালোবাসা পাওয়ার যে বিশাল প্রাপ্তি সেটিই আমি উদ্যোক্তা জীবন থেকে পেয়েছি।

তিনি আরো বলেন, চাকরির পাশাপাশি উদ্যোক্তা জীবন সামাল দেয়াটা খুবই কঠিন। আর আমার যেহেতু প্রতিটা কাজ নিজেকে করতে হয় সেজন্য আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হয়।

ছুটির দিন কিংবা অফিস থেকে ফেরার পর কাজগুলো করে থাকেন তিনি। অর্ডার নেওয়ার পর কিছুদিন সময় নিয়ে কাজ সম্পন্ন করে গ্রাহকদের সেবা দিয়ে থাকেন।

তার সবচেয়ে বড় প্রতিবদ্ধকতা সময়। কারণ চাকরী জীবন আর উদ্যোক্তা জীবন একই সঙ্গে সামঞ্জ্য করে চলাটা বেশ কঠিন বলে তিনি মনে করেন।

ফেসবুক পেজ কাব্যরং-এ ঢু মেরে ইনবক্সে মেসেজ করলেই গ্রাহকরা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত প্রোডাক্ট।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফারজানা ইসলাম বলেন, মানুষকে নিয়ে কাজ করতে চাই। যারা উদীয়মান আর্টিস্ট আছে তাদের জন্য একটা প্ল্যাটফরম তৈরি করতে চাই।

তিনি আরো বলেন, কাব্যরঙের পাশাপাশি লাইফস্টাইল গ্রুপ উড়ালপঙ্খীর অ্যাডমিন প্যানেলে থাকার সুবাধে ও সেখানে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করার সুযোগ থাকায় তাদের নিয়েও কাজ করতে চাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads