বঙ্গবন্ধু মেডিকেলে যাচ্ছেন না খালেদা জিয়া

খালেদা জিয়া

ছবি : সংগৃহীত

রাজনীতি

বঙ্গবন্ধু মেডিকেলে যাচ্ছেন না খালেদা জিয়া

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ মার্চ, ২০১৯

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও তিনি যেতে রাজি হননি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারা সূত্র জানায়, খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাবেন না বলে জানিয়েছেন। তবে তিনি কেন যাবেন না সেটা জানাননি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম বলেন, তাকে বিএসএমএমইউ-তে নেওয়ার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে তিনি যাবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী খালেদার চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতাল প্রস্তুত করা হয়। আমাদেরও প্রস্তুতি ছিল। কিন্তু তাকে জানানোর পর তিনি হাসপাতালে যেতে অনীহা প্রকাশ করেছেন।

এদিকে সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর কেবিন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কেবিন ব্লকের সামনে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক পুলিশও।

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত এই কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads