নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ পৃথক দুইটি অভিযান চালিয়ে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ বিদেশী মদ সহ তিন জনকে গ্রেফফতার করেছে।
আজ শনিবার সকাল পৌন নয়টার দিকে সেনবাগ থানার এসআই সৌরজিৎ বড়ূয়া গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মইশাই গ্রামের কুমার বাড়ি সংলগ্ন ব্রিজের গোড়ায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৭২ বোতল বিদেশী মদ উদ্ধার করে। এসময় পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন: বেগমগঞ্জ উপজেলার হাজ্বীপুর গ্রামের মহাজন বাড়ির সামছুল হকের ছেলে নাজিম হোসেন (২২) ও একই বাড়ির জামাল উদ্দিনের ছেলে সাহাব উদ্দিন (২৩)। এসময় অভিযানের টের পেয়ে মোঃ জামাল নামের অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। উদ্ধার হওয়া হুস্কির আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা বলে জানাগেছে।
অপরদিকে সেনবাগ থানার এমসআই আশিকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অপর অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের র্শীষ সদস্য ১১ মামলার প্রলাতক আসামী মামুন প্রকাশ কসাই মামুনকে গ্রেফতার করেছে।
গ্রেফতাকৃতদের রোবববার সকালে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান।।