শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ধুনকুন্ডি এলাকা থেকে ব্যবসায়ীর চাউল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় গতকাল মঙ্গলবার বিকালে শেরপুর থানায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন (২৫) সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলা ভবানীপুর ইউনিয়নের স্বরো গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মো. আব্দুস সাত্তার ও মো. গোলাম রব্বানীর ছেলে আব্দুর রাজ্জাক ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে গত সোমবার সকাল থেকে ছোনকা বাজার এলাকা হইতে বিভিন্ন সময়ে প্রায় ৫০ বস্তা চাউল ৩০-৩২ হাজার টাকার চাউল ক্রয় করে। অবশিষ্ট টাকাগুলো সঙ্গে নিয়ে আব্দুস সাত্তার চান্দাইকোনা বাজারে উক্ত চাউল বিক্রির জন্য ভটভটি ভাড়া করে যাচ্ছিল। এ সময় ধুনকুন্ডী মন্ডলপাড়া এলাকায় গত সোমবার বিকাল ৫টার দিকে পৌছালে একই উপজেলার স্বরো গ্রামের বাবলু মন্ডলের ছেলে ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন নেতৃত্বে একই গ্রামের আশরাফ আলী সরকার, মো. জয়নাল আবেদীন এবং ধুনকুন্ডী গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহাদত হোসেন সহ অজ্ঞাতনামা আরো ২-৩জন ২টি মোটরসাইকেল নিয়ে চাউলসহ ভটভটির পথ রোধ করে। তাদেরকে নানা ভয়ভীতি ও হুমকী দেখিয়ে চাউল এবং সাত্তারের কাছে রক্ষিত চাউল কেনার জন্য এক লাখ চল্লিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
পরে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ও সাত্তার এ বিষয়ে ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে মোবাইল জানায়। এ বিষয়ে ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, চাউল ছিনতাইয়ের ঘটনার কথা তিনি শুনেছেন।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।