প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর পদত্যাগপত্র জমা দিয়েছেন চার টেকনোক্র্যাট মন্ত্রী। তারা হলেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দেন।
এর আগে আজ দুপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার টেকনোক্র্যাট মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন।
উল্লেখ্য, সংসদ সদস্য নির্বাচিত হয়ে যারা মন্ত্রিত্ব পান তারা হলেন ক্যাবিনেট মন্ত্রী। আর মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রীদের ১০ ভাগের ১ ভাগ নিয়ে গঠিত হয় টেকনোক্র্যাট কোটা। এই কোটায় প্রধানমন্ত্রী সংসদ সদস্য নয় এমন যে কাউকে মন্ত্রিত্ব দিতে পারেন।
বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া সদস্য রয়েছেন মোট ৫৩ জন। তাদের মধ্যে পূর্ণমন্ত্রী ৩৩ জন, প্রতিমন্ত্রী ১৮ জন এবং উপমন্ত্রী দুজন।