দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের মহাজোট ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর নৌকা মার্কার পক্ষে আজ মঙ্গলবার সকাল থেকে দিনভর পরিবার পরিজন নিয়ে গণসংযোগ চালিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলীর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা বুদু মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা জোতিশ মহন্ত প্রমূখ জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকাসহ নৌকা প্রতীকের প্রার্থী গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র
ছবিসহ প্ল্যাকার্ড হাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে মুক্তিযোদ্ধারা স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে গণসংযোগ শুরু করেন। তাঁরা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়াসহ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। একই সাথে এলাকার উন্নয়নসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার জন্য নারী ও পুরুষ ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন।