কোয়ালকমের পর এবার স্মার্টফোনের জন্য ফাইভজি সমর্থিত চিপসেট আনার ঘোষণা দিয়েছে মিডিয়াটেক। সম্প্রতি চীনে অনুষ্ঠিত চায়না মোবাইল গ্লোবাল পার্টনার কনফারেন্সে হেলিও এম৭০ ফাইভজি চিপের বিস্তারিত তুলে ধরা হয়।
মিডিয়াটেক জানিয়েছে, এ চিপসেটটি স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচার, নন-স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচার, সাব-৬ গিগাহার্জ তরঙ্গ এবং ফাইভজি সংক্রান্ত অন্যান্য প্রযুক্তি সমর্থন করবে। এ ছাড়া ফাইভজি নেটওয়ার্ক না থাকলে টুজি থেকে শুরু করে ফোরজি এলটিই নেটওয়ার্কেও ব্যবহার করা যাবে এই চিপসেট সমৃদ্ধ ডিভাইস।
চিপসেটটি সেকেন্ডে ৫ গিগাবিট পর্যন্ত তথ্য আদান প্রদান করার সুবিধা দেবে। এ ছাড়া এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা অল্প পরিমাণে চার্জ খরচ করবে।
কোয়ালকমের মতো মিডিয়াটেকের ফাইভজি চিপসেটটিতেও ব্যবহার করা হয়েছে ৭ ন্যানোমিটারের সিলিকন চিপ। এটি কর্টেক্স এ৫৩ প্রসেসিং ইউনিট, দুটি ক্যামেরা সেটআপ এবং নিউরোপাইলট নামক নিজস্ব এআই ইঞ্জিনের মাধ্যমে উন্নত প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন সেবা ব্যবহারের সুযোগ দেবে।
আগামী বছরের জুন নাগাদ আনুষ্ঠানিকভাবে চিপটির বিক্রি শুরু হতে পারে বলেও আশা প্রকাশ করেছে মিডিয়াটেক।