আইপিওর জন্য উবারের আবেদন

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

আইপিওর জন্য উবারের আবেদন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ ডিসেম্বর, ২০১৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর জন্য আবেদন করেছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি উবার। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে এ আবেদন করেছে উবার। তবে পুরো প্রক্রিয়াতেই বেশ গোপনীয়তা বজায় রাখছে প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক এক হিসেবে উবারের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ বিলিয়ন ডলার। যদিও প্রতিষ্ঠানটি প্রত্যাশা করেছিল বাজারমূল্য ১২০ বিলিয়ন ডলার হতে পারে।

গত বছর ট্রাভিস কালানিকের অপসারণের পর দায়িত্বপ্রাপ্ত নতুন প্রধান নির্বাহী দারা খোশরোশাহির জন্য বড় চ্যালেঞ্জ ছিল আইপিও। তবে ধারণার চেয়েও দ্রুত সময়ের মধ্যে এ কাজটি সম্পন্ন করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্যভাগে কিংবা শেষ নাগাদ শেয়ার বাজারের উবারের লেনদেন শুরু হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads