ফরিদগঞ্জে নারীদের সংগঠন ‘ধ্রুপদী’র আত্মপ্রকাশ

আহ্বায়াক শিল্পী ও সদস্য সচিব রিভা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ফরিদগঞ্জে নারীদের সংগঠন ‘ধ্রুপদী’র আত্মপ্রকাশ

  • ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ডিসেম্বর, ২০১৮

ফরিদগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো আত্মপ্রকাশ ঘটেছে নারীবাদী সংগঠন ‘ধ্রুপদী’র। বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন প্রতিরোধে, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া নারীদের কল্যানের লক্ষ্যে গঠন করা হয়েছে ‘ধ্রুপদী’।

১১ ডিসেম্বর মঙ্গলবার সকালে দীর্ঘ আলোচনার পর নাম এবং লক্ষ্য স্থির করে বেশ কয়েকজন তরুণী। এ সময় সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব এর দায়িত্ব প্রদান করা হয় যথাক্রমে ফাতেমা আক্তার শিল্পীক ও খাদিজা আক্তার রিভা কে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক তৃপ্তি দাশ, সদস্য উম্মে হাবিবা ও মিম আক্তার। এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads