পরিধেয় ডিভাইসের বাজারে শীর্ষে শাওমি

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

পরিধেয় ডিভাইসের বাজারে শীর্ষে শাওমি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ ডিসেম্বর, ২০১৮

ওয়্যারেবল বা পরিধেয় ডিভাইসের বিক্রি বেড়েছে বিশ্ববাজারে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এ ধরনের গ্যাজেটের সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। বাজার গবেষণা সংস্থা আইডিসি জানিয়েছে, এ তিন মাসে বিভিন্ন প্রতিষ্ঠান মিলে প্রায় ৩ কোটি ২০ লাখ পরিধেয় ডিভাইস বাজারে সরবরাহ করেছে যা ২০১৭ সালের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৭ শতাংশ বেশি।

আইডিসির ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি ওয়্যারেবল ট্র্যাকার’ শীর্ষক এ প্রতিবেদনে দেখা গেছে, ফিটবিট, জারমিন ও হুয়াওয়ের নতুন কিছু ডিভাইসের কারণেই এসব ডিভাইসের বিক্রি বেড়েছে। এ ছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চলে পরিধেয় ডিভাইসের চাহিদা বাড়ছে। এটিও বিক্রি বৃদ্ধির অন্যতম বড় কারণ বলে মনে করে আইডিসি।

এ বছরের তৃতীয় প্রান্তিকে পরিধেয় ডিভাইসের বাজারে শীর্ষ অবস্থানে ছিল শাওমি। মি ব্যান্ডের পাশাপাশি আরো কিছু পরিধেয় ডিভাইস রয়েছে প্রতিষ্ঠানটির। এ বছর বাজারে আসা ডিভাইসটি বাজারে দারুণ সাড়া ফেলেছে। আইডিসির হিসাব বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে শাওমি সব মিলিয়ে ৬৯ লাখ পরিধেয় ডিভাইস বিক্রি করে বাজারের ২১ দশমিক ৫ শতাংশ দখল করেছে। তবে আগের মতো এবারো শাওমির বড় বাজার ছিল চীন। মোট বিক্রির ৬১ শতাংশই হয়েছে দেশটিতে।

প্রায় ১৩ শতাংশ বাজার অংশীদারিত্ব নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাপল। গত বছরের একই প্রান্তিকের তুলনায় প্রতিষ্ঠানটির স্মার্টওয়াচের বিক্রি বেড়েছে ৫৪ শতাংশ।

তৃতীয় অবস্থানে থাকা ফিটবিটের বিক্রি আগের বছরের তুলনায় কমেছে। বাজারের মাত্র ১০ দশমিক ৯ শতাংশ রয়েছে এ প্রতিষ্ঠানের দখলে।

তালিকায় চতুর্থ এবং পঞ্চম অবস্থানে আছে হুয়াওয়ে এবং শাওমি। যদিও এই দুই প্রতিষ্ঠানের পরিধেয় ডিভাইস বিক্রির পরিমাণ শাওমি এবং অ্যাপলের তুলনায় বেশ কম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads