পীরগঞ্জে দরিদ্র শীতার্তদের মাঝে ‘ড. এমএ ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন’র পক্ষ থেকে দুই হাজারেরও বেশি কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহষ্পতিবার বিকেলে উপজেলার শানেরহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে ফাউন্ডেশনটির চেয়ারম্যান একেএম ছায়াদত হোসেন বকুল কম্বলগুলো বিতরণ করেন।
এ সময় শানেরহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউনিয়নটির আ’লীগ সভাপতি সেলিম সরকার, ইউপি সদস্যবৃন্দসহ আ’লীগের স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও রায়পুর, মিঠিপুর, রামনাথপুর, পাঁচগাছী, কুমেদপুর ও বড়দরগা ইউনিয়নেও কম্বল বিতরন করা হয়েছে।
উল্লেখ, বিগত ২০০৯ সালের ৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর তার নামে প্রধানমন্ত্রীর ভাসুরপুত্র রংপুর জেলা আ’লীগের সহসভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সমাজসেবামুলক কাজ করে যাচ্ছেন।





