নেত্রকোনার খালিয়াজুরীতে নবম শ্রেনীর ছাত্র দিপু সরকারের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে একাধিক কুপের আঘাত আর চাখ উপরানো অবস্থায়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে খালিয়াজুরীর কাদিরপুর কালী গাছ কান্দার ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই রাতেই গোবিন্দ সরকার (৩২) নামের এক জনকে আটক করেছে পুলিশ।
দিপু সরকার খালিয়াজুরীর কাদিরপুর গ্রামের মন্টু সরকারের ছেলে। সে খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র ছিল।
আটক গোবিন্দ সরকার একই গ্রামের বাসিন্দা। সে পেশায় কৃষক।
দিপু সরকারের বাবা মন্টু সরকার জানান, মঙ্গলবার দিবাগত রাত ৮ টার পর থেকে দিপুকে গ্রামে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খুঁজে এ রাতেই ১১ টার দিকে একাধিক কুপের আঘাত আর চাখ উপরে নেয়া অবস্থায় তার লাশ পাওয়া যায় ওই ধান ক্ষেতে। তারপর পুলিশ খবর পেয়ে রাতেই লাশ এখান থেকে থানায় নিয়ে যায়।
খালিয়াজুরী থনার ওসি হযরত আলী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় খুনের মামলা দেয়ার প্রস্তুতি চলছে।