নির্বাচনের প্রস্তুতি সর্বোত্তম ও চমৎকার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

সংরক্ষিত ছবি

নির্বাচন

আইজিপি বললেন

নির্বাচনের প্রস্তুতি সর্বোত্তম ও চমৎকার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ ডিসেম্বর, ২০১৮

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোনো সময়ের তুলনায় ভালো আছে। এখন পর্যন্ত যে পরিবেশ আছে, সেরকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। তিনি আরো বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে আইজিপি বলেন, আইজিপি হিসেবে এটা নিয়মিত সাক্ষাৎ। নির্বাচনে পুলিশের সার্বিক অবস্থা, নির্বাচন উপলক্ষে আমাদের পরিকল্পনা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনে অবহিত করেছি। তারাও কিছু কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন। এবার যেহেতু সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। সুতরাং অপ্রীতিকর ঘটনা বা নাশকতামূলক তৎপরতার আশঙ্কা নেই বললেই চলে। তবে কেউ যদি নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, আমরা সেটা কঠোরহস্তে দমন করব। দল মতের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে আমরা দায়িত্ব পালন করছি— প্রধান নির্বাচন কমিশনার পুলিশ বাহিনীর এসব উদ্যোগের প্রশংসা করেছেন।

‘পুলিশ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই’ ঐক্যফ্রন্টের অভিযোগের প্রেক্ষিতে আইজিপি বলেন, শুধু পুলিশ প্রশাসন নয়- সিভিল প্রশাসনও নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করছে। আইন অনুযায়ীই দেশের সবকিছু পরিচালিত হচ্ছে। তারপরও ঐক্যফ্রন্ট কেন, যে কোনো দল কৌশলগত কারণে নিজেদের মতামত ব্যক্ত করতেই পারে। আমরা পুলিশ সদস্য, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছি মাত্র।

পুলিশের প্রতিনিধি দলে আরো ছিলেন— অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ও স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads