কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের জন্য প্রস্তুত ড্রাগন

ছবি : ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের জন্য প্রস্তুত ড্রাগন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ ডিসেম্বর, ২০১৮

মহাকাশে আন্তর্জাতিক স্পেস সেন্টারে কমার্শিয়াল ক্রু নিতে প্রস্তুত করা হচ্ছে স্পেসএক্সের তৈরি ক্রু ড্রাগন মহাকাশ যানকে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের ৩৯-এ লঞ্চ প্যাডে প্রস্তুত ফ্যালকন ৯ রকেটও। নাসার দেওয়া তথ্যমতে, এই মহাকাশ যানের পরীক্ষামূলক ডেমো-১ উড্ডয়ন হবে ২০১৯ সালের ১৭ জানুয়ারি। এই পরীক্ষা সফল হলেই নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের অংশ হিসেবে ডেমো-২ উড্ডয়ন করা হবে, যেখানে নাসার নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন। আশা করা হচ্ছে, ২০১৯ সালের জুন মাস নাগাদ ডেমো-২ উড্ডয়ন করা হতে পারে।

প্রসঙ্গত, এতদিন নাসা নিজেদের তৈরি মহাকাশ যানেই যাবতীয় মহাকাশ অভিযান চালিয়েছে। তবে এই প্রথম বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তৈরি মহাকাশ যান ব্যবহার করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads