নারায়ণগঞ্জের ফতুল্লায় গোপন বৈঠকের সময় মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ ৯জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনা করছিল বলে দাবি করেছে পুলিশ। ফতুল্লা হাজীগঞ্জ এলাকায় আজ শুক্রবার সকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদের নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃত অন্যরা হলেন মো. রাশেদ ব্যাপারী (৭০), আলমগীর বাহার (৫৫), মো. আল আমিন (৪২), শহিদুল ইসলাম পিন্টু (৪৮), আনোয়ার হোসেন (৪৫), হারুন অর রশিদ (২৭), জাকির হোসেন (৫৫)। তারা প্রত্যেকে জামায়াতে ইসলামীর শহর ও বন্দর শাখার সক্রিয় সদস্য।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, নাশকতা ও বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর সদস্যরা গোপন বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে তাদের ৯জনকে আটক করা হয়। তারা প্রত্যেকে শহর ও বন্দর শাখার সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঈনউদ্দিনের বাসা থেকে ৫টি ককটেল, ৭টি আতশবাজি ও বেশ কিছু রডের টুকরো উদ্ধার করেছে পুলিশ।