নাটোরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে অস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ (২৯ ডিসেম্বর) শনিবার সকালে সদর থানা থেকে আনসার সদস্যদের মাঝে অস্ত্র বিতরণসহ আনুষঙ্গিক সামগ্রী বিতরণ শুরু করা হয়। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা আনসার ও ভিডিপি অফিস সুত্রে জানা যায়, জেলায় এবার মোট ৬৭৯২জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এরমধ্যে মোট ১১৩২ জন অস্ত্রধারী সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিকেন্দ্রে ২জন করে অস্ত্রধারীসহ ১২জন আনসার সদস্য অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা রক্ষায় কাজ করবেন।