একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা ও থানা পর্যায়ে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরন শুরু হয়েছে।
শনিবার বেলা ১১ টায় দিকে মুন্সিগঞ্জ উপজেলা সদর সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম ব্যালট পেপার, ব্যালট বক্স সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের বুঝিয়ে দেয়া হচ্ছে। সকল প্রিজাইডিং কর্মকর্তাদের তাদের কেন্দ্রে পৌছে নির্বাচনের প্রয়োজনীয় প্রস্থতি সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শায়লা ফারজানা জানান আগামি কাল ৩০ ডিসেম্বর মুন্সিগঞ্জে মোট ৩ টি আসনে ৪৬১ কেন্দ্রে নির্বাচনের সকল প্রস্থতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে জেলার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম স্টাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপ পিন ইত্যাদি সামগ্রী পাঠানো হয়েছে।