নরসিংদীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা-গুলি, আহত ২০

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

নরসিংদীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা-গুলি, আহত ২০

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ডিসেম্বর, ২০১৮

নরসিংদীর শিবপুরে বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহীর প্রধান নির্বাচনী ক্যাম্প হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।  এ সময় দুর্বৃত্তদের গুলিতে মাহিয়া (৮) নামে এক মাদ্রাসা ছাত্রী গুলিবিদ্ধ হয়েছে।  এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। হামলাকারীরা দলীয় কার্যালয়সহ একটি প্রাডো জিপসহ ৬টি গাড়ি ও ২০ টি মোটর সাইকলে ভাংচুর করেছে।

শনিবার দুপুরে শিবপুর কলেজ গেইট ধীমান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাহিয়া শিবপুরের এলাকার মৃত জালাল মিয়ার মেয়ে ও শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুরে নরসিংদী-৩ শিবপুর আসনের বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহী শতাধিক নেতাকর্মী ও গাড়ীবহর নিয়ে শিবপুর কলেজ গেট এলাকায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্ধোধন করতে যান।  নির্বাচনী ক্যাম্প উদ্ধোধন শেষে নেতাকর্মীরা নির্বাচনী সভা করছিল।  এ সময় ৪টি মাইক্রোবাসে করে মুখোশপড়া ২৫ থেকে ৩০ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে স্বশস্ত্র হামলা চালায়।  এ সময় দুর্বৃত্তরা এলোপাতারী গুলিবর্ষণ শুরু করে।  ভাংচুর করা হয় দলীয় কার্যালয়, মোটরসাইকেল ও গাড়ী।  এ সময় তাদের ছোড়া গুলিতে নির্বাচনী ক্যাম্পের উপর অবস্থিত শিবপুর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাহিয়া গুলিবিদ্ধ হয়।  আহত হয় আরও ৯ জন।  

পরে মাহিয়াসহ আহতদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক মাহিয়াকে নরসিংদী জেলা হাসপাতালে স্থানান্তর করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী প্রচারনা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এরইমধ্যে কয়েক দুর্বৃত্ত হামলা চালিয়ে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে।  খবর পেয়ে তৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুরিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads