মহাজোট ও ঐক্যফ্রন্টের নীতিহীন রাজনীতি বর্জন করে দেশবাসীকে আদর্শিক বাম রাজনৈতিক কাফেলায় যুক্ত হতে বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
আজ শনিবার দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ইছাপুর বাজারে নির্বাচনী প্রচারণায় একথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সিপিবি প্রার্থী জলি তালুকদার। এ সময় তিনি কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমরা লুটপাটের রাজনীতি করি না। আমরা বিজয়ী হলে মেহনতি-কৃষক-শ্রমিক-জেলেবান্ধব কার্যক্রম হাতে নিয়ে লুটেরাদের কাছ থেকে লুটের টাকা উদ্ধার করব। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতাকে ঢেলে সাজাব।
তিনি বলেন, দেশের উন্নয়নের নামে গণতন্ত্রকে সংকুচিত করার যে নীতি বর্তমান সরকার নিয়েছে সেটি আগামী দিনে দেশকে ভয়াবহ জঙ্গিবাদের দিকে নিয়ে যেতে পারে।
সভায় সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক গোলাম রব্বানি।
বক্তব্য দেন ওই আসনের সিপিবির প্রার্থী জলি তালুকদার, সিপিবির কেন্দ্রীয় সদস্য মনিরা বেগম অনি, নেত্রকোনা জেলা সিপিবির সাধারণ সম্পাদক নলীনী কান্ত সরকার, জেলা কৃষক সমিতির সভাপতি খন্দকার আনিসুর রহমান প্রমুখ।