ট্যুরিস্ট পুলিশ গঠন যুগান্তকারী পদক্ষেপ : এবিএম মাসুদ হোসেন

কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন

সংগৃহীত ছবি

ফিচার

ট্যুরিস্ট পুলিশ গঠন যুগান্তকারী পদক্ষেপ : এবিএম মাসুদ হোসেন

  • প্রকাশিত ২৩ অক্টোবর, ২০১৮

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাসুদ হোসেন বলেছেন, আমি মনে করি কক্সবাজার বিশ্বের একটি অন্যতম পরিচিত জেলা; কিন্তু এই ঐতিহ্যে এখন ভাটা পড়েছে একমাত্র ইয়াবাসহ অন্যান্য মাদকের কারণে। এ ছাড়া এখানে মানবপাচার, জলদস্যু, যানজট সব মিলিয়ে কক্সবাজারের সুনাম নষ্ট করছে। সবাইকে একসঙ্গে মিলে এসব বিষয়ে কাজ করতে হবে। বিশেষ করে মাদকের রুট এবং ইয়াবা বন্ধ করতে হবে। তা হলেই কক্সবাজারের হারানো গৌরব ফিরে আসবে। এবং কোনোকিছুই অসম্ভব নয়, সবই সম্ভব। বর্তমান সরকার কক্সবাজারকে ঘিরে বড় বড় উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। সেগুলো বাস্তবায়ন হলে এখানকার চেহারা পাল্টে যাবে। বিশেষ করে পর্যটনকে এগিয়ে নিতে হবে। আর কক্সবাজারের পর্যটনকে সমৃদ্ধ করতে সরকার ২০১৩ সালে ট্যুরিস্ট পুলিশ গঠন করেছে। এই পুলিশ ২০১৪ সাল থেকে পুরোদমে চালু হয়েছে। বর্তমানে কক্সবাজারে সিনিয়র কর্মকর্তাসহ ১১৪ সদস্য নিয়ে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। এই ট্যুরিস্ট পুলিশ গঠন হওয়ার পর কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এছাড়া বর্তমানে পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যেখানেই ছোট-বড় অপরাধ হচ্ছে, সিসিটিভির ফুটেজ দিয়ে আমরা দ্রুত শনাক্ত করতে পারছি। এতে কক্সবাজারের নিরাপত্তায় নতুন মাত্রা যোগ হয়েছে। সব মিলিয়ে কক্সবাজার একটি অপার সম্ভাবনার জেলা। এখানকার প্রাকৃতিক পরিবেশ দেশের মধ্যে সবচেয়ে আলাদা। এটাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে বিশ্বদরবারে তুলে ধরতে হবে। সেজন্য ঐক্যবদ্ধভাবে কক্সবাজারকে সাজাতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads