চীনে স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

সংগৃহীত ছবি

শিক্ষা

চীনে স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ নভেম্বর, ২০১৮

২০১৭ সালে চীনে পড়াশোনা করতে গেছেন ৪ লাখ ৪২ হাজার শিক্ষার্থী। ২০০০ সালে যা ছিল ৫২ হাজার ১৫০ জন। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান এটি। ২০২০ সাল নাগাদ প্রতি বছর ৫ লাখ বিদেশি শিক্ষার্থী নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

চীনে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ৩৩ শতাংশ পড়াশোনা করছে আন্ডারগ্রাজুয়েটে, ১৪ শতাংশ মাস্টার্স ডিগ্রি ও পিএইচডিতে এবং ৩০ শতাংশ রয়েছে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে। এই গুরুত্বকে সামনে রেখে বাংলাদেশে পঞ্চম বারের মত অনুষ্ঠিত হয়ে গেল চায়না এডুকেশন এক্সপো ২০১৮।

সানজেন এডু লি. এর আয়োজনে গত শুক্র ও শনিবার ধানমন্ডির দৃক গ্যালারিতে অনুষ্ঠিত এই শিক্ষামেলায় চীনের প্রায় ১৫টির মত বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করে। যেখানে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের জন্য ছিল ইউনিভার্সিটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ, ফ্রি পেপারস অ্যাসেসমেন্ট, ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ, স্পট অ্যাডমিশন এবং ফাইল ওপেনিংয়ে জন্য ছিল বিশেষ ছাড়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads