চীনা ব্র্যান্ডের দখলে ভারতের বাজার

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

চীনা ব্র্যান্ডের দখলে ভারতের বাজার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ এপ্রিল, ২০১৯

বছরের প্রথম প্রান্তিকে ভারতের বাজারে দাপট দেখিয়েছে চীনা স্মার্টফোন কোম্পানিগুলো। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, ভারতের বাজারে ফোন সরবরাহকারী শীর্ষ পাঁচ কোম্পানির চারটিই চীনের।

দেশটিতে চীনের ফোন কোম্পানিগুলোর মার্কেট শেয়ার ৬৬ শতাংশ। স্মার্টফোন সরবরাহের তালিকায় শীর্ষে রয়েছে শাওমি। শীর্ষে থাকলেও গত বছর একই প্রান্তিকের তুলনায় তাদের মার্কেট শেয়ার কমেছে ২ শতাংশ। এই প্রান্তিকে তাদের মার্কেট শেয়ার ২৯ শতাংশ। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং। তারা ২৩ শতাংশ বাজার দখল করে আছে। গত বছর একই সময়ের তুলনায় তাদের মার্কেট শেয়ার কমেছে ৩ শতাংশ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে ভিভো, রিয়েলমি ও অপো। তাদের মার্কেট শেয়ার যথাক্রমে ১২, ৭ ও ৭ শতাংশ। এর মধ্যে ভিভোর মার্কেট শেয়ার গত বছরের তুলনায় ৬ শতাংশ বেড়েছে।

নতুন কোম্পানি হিসেবে রিয়েলমি দখল করে আছে ৭ বাজার। গত বছরের তুলনায় অপোর মার্কেট শেয়ার বেড়েছে ১ শতাংশ। ফিচার ফোনের বাজারে অবশ্য চীনা কোম্পানিগুলো এগিয়ে নেই। জিও, স্যামসাং, লাভা নকিয়া ও আইটেল আছে শীর্ষ পাঁচে। ফিচার ফোনের বাজারেও ১৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্যামসাং। মজার ব্যাপার হলো- স্মার্টফোন ও ফিচার ফোনের বাজারে তাদের অবস্থান দ্বিতীয় হলেও প্রিমিয়াম ফোন বিক্রির দিক দিয়ে তারা শীর্ষে রয়েছে। গ্যালাক্সি এস১০-এর বিক্রি ভালো হওয়ার সুবাদে এই প্রান্তিকে ওয়ানপ্লাসকে টপকে প্রিমিয়াম ফোনের বাজারে শীর্ষস্থান দখল করেছে তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads