চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সংরক্ষি ছবি

বাংলাদেশ

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ ডিসেম্বর, ২০১৮

ভোটের আগে অসুস্থতা নিয়ে নানা গুঞ্জনের মধ্যে ‘উন্নত চিকিৎসার’ জন্য সিঙ্গাপুরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল সোমবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এসকিউ-৪৪৭ বিমানে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। অসুস্থতায় সিএমএইচেও চিকিৎসা নেন তিনি। চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি। এরশাদের সফরসঙ্গী হিসেবে গেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু এবং সাবেক রাষ্ট্রপতির এপিএস মো. মনজুরুল ইসলাম। চিকিৎসা শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন এরশাদ।

এরশাদের সিঙ্গাপুর যাওয়া নিয়ে তার একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার বলেন, স্যার অনেক দিন ধরে নানা জটিলতায় ভুগছেন। বিশেষ করে তার রক্তে হিমোগ্লোবিন ঘাটতির কারণে ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। এ কারণে বেশ কয়েকবার সিএমএইচে চিকিৎসা নেন তিনি।

অসুস্থতার গুঞ্জনের মধ্যে গত ৬ ডিসেম্বর হঠাৎ বনানী কার্যালয়ের সামনে হাজির হন এরশাদ। গাড়িতে বসেই তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তার চিকিৎসায় বাধা দেওয়া হচ্ছে, তাকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু ওই দিনই এরশাদের ভাই দলের কো-চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের বলেন, ৮৮ বছর বয়সে ‘যতটা’ সুস্থ থাকার কথা, ‘ততটা’ সুস্থ এরশাদ আছেন। তার চিকিৎসা নিয়ে ‘ধূম্রজালের’ কোনো সুযোগ নেই। ডাক্তাররা যেখানে বলবে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

গত রোববার দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা দাবি করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন, সুস্থ আছেন। তিনি বলেছিলেন, দলীয় প্রার্থিতা নিয়ে যেন কোনো বিভ্রান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের অনুরোধেই পার্টির চেয়ারম্যান চিকিৎসার জন্য দেশের বাইরে যাননি। গত ২৭ নভেম্বর জাতীয় পার্টির পক্ষ থেকে এরশাদের অসুস্থতার খবর দেওয়া হয়। বলা হয়, এরশাদ সিএমএইচে ভর্তি আছেন, তার হিমোগ্লোবিন কমে গেছে। চিকিৎসা নিতে ২ ডিসেম্বর তার সিঙ্গারপুর যাওয়ার কথাও বলা হয় দলের পক্ষ থেকে। এর পরদিন রুহুল আমিন হাওলাদার এক সংবাদ সম্মেলনে বলেন, এরশাদের অসুস্থতা ‘তেমন কিছু নয়’। তাকে সিঙ্গাপুর নেওয়ার খবরকে ‘গুজব’ বলেন মহাসচিব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে নির্বাচন করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি ২৯ প্রার্থী মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর বাইরে ১৪৪ আসনে দলীয়ভাবে নির্বাচনে লড়বেন লাঙ্গলের প্রার্থীরা।

এর মধ্যে জাতীয় পার্টির মনোনয়নপত্র পার্টির চেয়ারম্যান এবং মহসচিবের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে এবিএম রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব পদ থেকে সরিয়ে দিয়ে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।  ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এরশাদ নাটকীয় অসুস্থতা নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছিলেন ভোটের আগে। কিন্তু সেখানে ভর্তি থাকা অবস্থায় তিনি এমপি নির্বাচিত হন এবং পরে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পান। এবারো একাদশ সংসদ নির্বাচনের আগে ‘অসুস্থ’ এরশাদের সিএমএইচে ভর্তির খবর এলে নতুন করে আলোচনা শুরু হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads