দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক,জঙ্গিবাদ,সন্ত্রাস ও নাশকতা রুখতে উপজেলায় সকল মসজিদের কর্মরত ইমাম ও মুয়াজ্জিনদেরকে নিয়ে আলেম-ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় ঘোড়াঘাট থানা পুলিশ কতৃক আয়োজিত থানা কমপ্লেক্স চত্তরে অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(হাকিমপুর সার্কেল) মোঃ আখিউল ইসলাম,জেলা ইমাম কল্যান সমিতির সাধারন সম্পাদক মাওলানা রাকিবুল্ল্যাহ মাজহাবী ও সাংগাঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাসিত।
সমাবেশে ইমামদের পক্ষে বক্তব্য রাখেন, ছয়ঘট্টি মাদরাসার সুপার মাওলানা আলতাফ হোসেন ও রানীগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা কামরুজ্জামান।