এলেঙ্গা স্পোর্টস একাডেমী’র আত্মপ্রকাশ

এলেঙ্গা স্পোর্টস একাডেমী’র আত্মপ্রকাশ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

এলেঙ্গা স্পোর্টস একাডেমী’র আত্মপ্রকাশ

  • কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • প্রকাশিত ৫ ডিসেম্বর, ২০১৮

“খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা স্পোর্টস একাডেমীর আত্মপ্রকাশ ঘটেছে। সোমবার সন্ধ্যায় এলেঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে এলেঙ্গা স্পোর্টস একাডেমীর তিন বছর মেয়াদী কার্যকরি কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ একাডেমীর যাত্রা শরু হয়েছে। একাডেমীর অন্যতম উপদেষ্ঠা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা কার্যকরি কমিটির ঘোষণা করেন।

এতে সাবেক খেলায়াড় আব্দুল জলিল কে সভাপতি ও সাংবাদিক মোল্লা মুশফিকুর মিল্টন কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলো- মাসুদ ভূইয়া কার্যকরি সভাপতি, আবুল হাশেম সহ-সভাপতি, উজ্জল হোসেন যুগ্ম সম্পাদক, মোজাফর আহমেদ যুগ্ম সম্পাদক, রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক, সাদ্দাম হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, শাহরিয়ার হোসেন সাজ্জাদ প্রচার সম্পাদক, নুরুল আলম অর্থ সম্পাদক, জাহিদুল ইসলাম দপ্তর সম্পাদক, আরিফুল ইসলাম সুমন ক্রীড়া সম্পাদক। কার্যকরি সদস্যরা হলেন, মামুন, শাহরিয়ার রেজা সুমন, সুজন মাহমুদ, সাকিল মোল্লা, সাহেদ মোল্লা।

এর আগে আলহাজ আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচান পর্বে বক্তব্য রাখেন, সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, সরকারি শামছুল হক কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ-আলম মোল্লা, সাংবাদিক কামরুল হাসান, এলেঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন প্রমুখ। বক্তারা এলেঙ্গা স্পোর্টস একাডেমী গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে এ একাডেমীর সফলতা কামনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads