যোগাযোগ

ঘন কুয়াশার দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৯ ডিসেম্বর, ২০২০

ঘন কুয়াশার কারণে আবারো বন্ধ হয়েছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এ রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচলও বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে আটকে পড়েছে অসংখ্য যানবাহন। এতে অন্তত ৫ কিলোমিটার করে দুই প্রান্তে মোট ১০ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি।

সারা রাত কনকনে শীত ও কুয়াশার মধ্যে আটকে থেকে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছেন পণ্যবাহী যানবাহনের চালক-হেলপার, বাস যাত্রী, পরিবহন শ্রমিক এবং ঘাট সংশ্লিষ্টরা। দূর্ভোগ পোহাচ্ছেন ঘাটের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরাও।

এ অবস্থার মধ্যে ঝুঁকি নিয়ে বুধবার ভোর থেকে সুযোগ বুঝে কিছু ট্রলার ও স্পিডবোট চালক অধিক ভাড়া নিয়ে যাত্রী পারাপার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহ ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads