গুগল ডুডলে বিশ্বকাপ ক্রিকেট

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

গুগল ডুডলে বিশ্বকাপ ক্রিকেট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩১ মে, ২০১৯

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আয়োজন আইসিসি বিশ্বকাপ শুরু হয়েছে গতকাল। ৪৬ দিনের এ আয়োজন নিয়ে একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। ডুডলটিতে রয়েছে একটি ক্রিকেট বল ও স্ট্যাম্প। ইংরেজি গুগল বানানে থাকা ‘ও’ বর্ণটি লেখা হয়েছে ক্রিকেট বল দিয়ে। গুগলের বানানে থাকা ‘এল’ বর্ণটি লেখা হয়েছে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে। একটি অ্যানিমেশনও তৈরি করেছে গুগল। এতে বোলারকে বল করতে, ব্যাটসম্যানকে ব্যাট করতে ও ফিল্ডারকে ফিল্ডিং করতে দেখা যাচ্ছে। ডুডলটি দেখতে হলে ভিজিট করতে হবে এই ঠিকানায়।

ডুডলটিতে ক্লিক করলে ভেসে উঠছে আজকের ও আগামী ম্যাচগুলোর সময়সূচি। কখন, কবে, কোন দলগুলো খেলবে তা জানতে ক্লিক করতে হবে বেগুনি রঙের অ্যারো বাটনে। বাংলাদেশ সময় খেলাগুলো কখন শুরু হবে তা এখান থেকে জানা যাবে।

এই সেকশনের নিচেই রয়েছে ওয়ার্ল্ডকাপ বিষয়ক নিউজ, ওয়ার্ল্ডকাপের টুইটার পেজের ঠিকানা, ওয়ার্ল্ডকাপকে ঘিরে তৈরি করা বিভিন্ন ভিডিও ও খেলার খবর প্রচারকারী বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads