কুমিল্লার দাউদকান্দি এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহরে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ এলাকায় আজ মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল প্রধান রায়হান (২০) দাউদকান্দি উপজেলার দৌনারচর এলাকার সাদেক মিয়ার ছেলে। জুয়েল স্থানীয় ছাত্রদলের নেতা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ ইউটার্নে ঢাকামুখী একটি বাস ওই বহরের তিনটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গুরুতর আহতদের মধ্যে পৌর ছাত্রদল সভাপতি আল-আমিনসহ ৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।