বাংলাদেশের খবর

আপডেট : ১৯ June ২০১৮

খন্দকার মোশাররফের গাড়িবহরে বাসের ধাক্কা, নিহত ১

ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহরে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে ছবি ইন্টারনেট


কুমিল্লার দাউদকান্দি এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহরে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ এলাকায় আজ মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল প্রধান রায়হান (২০) দাউদকান্দি উপজেলার দৌনারচর এলাকার সাদেক মিয়ার ছেলে।  জুয়েল স্থানীয় ছাত্রদলের নেতা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে,  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ ইউটার্নে ঢাকামুখী একটি বাস ওই বহরের তিনটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গুরুতর আহতদের মধ্যে পৌর ছাত্রদল সভাপতি আল-আমিনসহ ৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১