গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য ২০১৮ সাল ছিল বেশ কঠিন একটি বছর। তবে তা সত্ত্বেও বিলিয়ন ডলার মুনাফা করেছে একটি গেম। বলছি এপিক গেম নামক প্রতিষ্ঠানের তৈরি ব্যাটেল রয়্যাল গেম ফোর্টনাইটের কথা। গেমটি এক বছরেই মুনাফা করেছে ৩০০ কোটি ডলার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এ তথ্য জানিয়েছে। তবে ফোর্টনাইট থেকে কত আয় হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এই এক গেমের কল্যাণেই এপিক গেমের বাজারমূল্য ১৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
এ বছর যে কয়টি গেম আলোড়ন তুলতে সক্ষম হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল ফোর্টনাইট। পাবজির থেকেও বেশি জনপ্রিয় হয়েছে এটি। এর জনপ্রিয়তার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। প্রায় সব প্ল্যাটফর্মের জন্য গেমটি উন্মুক্ত করার কারণেই মূলত এটি বেশি জনপ্রিয় হয়েছে বলে মনে করছেন অনেকে। যদিও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য কিছুটা দেরিতেই এসেছিল গেমটি। আর এই সুযোগ নিয়েছে পাবজি।
মজার বিষয় হলো এপিক গেমসে ৪০ শতাংশ মালিকানা রয়েছে টেনসেন্টের। টেনসেন্টই পাবজির নির্মাতা প্রতিষ্ঠান।