অবাঞ্ছিত ঘোষণার দাবিতে ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ

চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী, সাবেক এনাবিয়ারের চেয়ারম্যান গোলাম হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করে তার বিরুদ্ধে নারী সমাজ ঝাড়ু মিছিল করে

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

অবাঞ্ছিত ঘোষণার দাবিতে ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ

  • চাঁদপুর ও বদরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১ ডিসেম্বর, ২০১৮

চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে কচুয়া উপজেলার বিক্ষুব্ধ নারীরা।

গতকাল শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ঝাড়ু মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কচুয়া বাইপাস সড়কে গোলাম হোসেনের কুশপুত্তলিকা দাহ শেষে এক সমাবেশ করে।

কচুয়া আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক রওনক আরা রত্না, উপজেলা মহিলা লীগের সভাপতি সালমা সহিদ ও সাধারণ সম্পাদক তাসলিমা চৌধুরীর নেতৃত্বে এ ঝাড়ু মিছিলে কয়েকশ নারী অংশ নেন।

সমাবেশে রওনক আরা রত্না বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাথে গোলাম হোসেনের কোন সম্পৃক্ততা নেই। এ আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর ছাড়া কাউকে মনোনয়ন দেওয়া হলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তা মেনে নেবে না।’ এ আসনে দল থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর ও গোলাম হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে রংপুরের বদরগঞ্জে এইচ এম এরশাদের ভাগ্নিজামাই জিয়াউদ্দিন আহমেদ বাবলুর পক্ষে মনোনয়নপত্র দাখিলের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় পৌর শহরের সিও বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা।

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল হক সর্দার, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, সদস্য মেহেরাব হোসেন, শাহিনুর রহমান শাহিন এ সময় বক্তব্য রাখেন। বক্তারা জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে বদরগঞ্জ-তারাগঞ্জ এলাকায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জাপার মনোনীত প্রার্থী অধ্যাপক আসাদুজ্জামান চৌধুরী সাবুল বলেন, ‘জিয়াউদ্দিন আহমেদ বাবলু বহিরাগত হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ। তিনি এই আসনে প্রার্থী হলে জাপা সহযোগিতা না-ও পেতে পারেন। আমি মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য তাকে অনুরোধ করব। এ বিষয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads