ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে অজ্ঞাতনামা সরকারি একটি গাড়ি থেকে ১১০ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বালুয়াকান্দির আল কুতুবিয়া হোটেলের সামনে পাজেরো গাড়ি থেকে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গাড়িটি সরকারি ও কোনো সচিবের। গাড়ির ভিতর থেকে কোনো কাগজপত্র পাওয়া যায়নি। সকালের দিকে তল্লাশির জন্য সিগনাল দেওয়া হয় গাড়িটিকে। এ সময় সাইডের দরজা খুলে পালিয়ে যায় চালক। এরপর গাড়ির ভিতর থেকে ১১০ কেজি গাজা জব্দ করা হয়। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।