চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে ১ লাখ ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব বাকলিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন মেজর রবিউল ইসলাম। এ সময় গ্যাস সিলিন্ডার বহনকারী একটি পিকআপে তল্লাশি চালানো হয়। সেখানে থাকা ২৮টি খালি সিলিন্ডারের দুটির ভেতর থেকে ১ লাখ ৪৮ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় আনিস ও কামাল হাওলাদার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা কক্সবাজারের উখিয়া উপজেলা ও সদর এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে ঢাকায় পাচার করছিল।
তিনি জানান, গ্রেফতার হওয়া দুই ইয়াবা ব্যবসায়ী এ পদ্ধতিতে নিয়মিত ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। এদের মধ্যে আনিসের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া এলাকায়, কামাল হাওলাদারের বাড়ি বরিশাল জেলার কোতোয়ালী থানার রাধারচর এলাকায়।