মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

জাতীয়

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ মার্চ, ২০১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর পৌঁছেছে। এরপরেই তাকে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, আজ সোমবার বিকেল ৪টা ১২ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী ইশরাতুন্নেছা কাদের ও ব্যক্তিগত চিকিৎসক ডা. আবু নাছের রিজভী।

ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখেন এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন।

গতকাল রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আসে এবং ওবায়দুল কাদেরকে পরীক্ষা করে।

ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখেন এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠির বক্তব্য উদ্ধৃত করে সাংবাদিদের বলেন, ‘ওবায়দুল কাদেরকে চিকিৎসায় এখন পর্যন্ত যা কিছু করা হয়েছে, তা সঠিক।’

তিনি বলেন,তার (কাদের) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে শঙ্কামুক্ত নন। আমরা ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্ব শেষ অবস্থা পর্যবেক্ষণে ডা. দেবী শেঠির পরামর্শের অপেক্ষা করছিলাম। ডা. শেঠি সোমবার দুপুর পৌণে ১টায় বিএসএমএমইউ’র সিসিইউতে এসে পৌঁছান এবং চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে বিদেশে হৃদরোগ সংক্রান্ত বিশেষায়িত কোন হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।

ওবায়দুল কাদের রোববার সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ করে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগতে থাকলে তাকে বিএসএমএমইউতে নেয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা দ্রুত তার এনজিও গ্রাম করানোর পরামর্শ দেন।

এনজিও গ্রাম শেষে বিএসএমএমইউয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক রয়েছে। একটি ব্লক অপসারণের পর তাকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অসুস্থ্য ওবায়দুল কাদেরকে দেখতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান এবং তার সুচিকিৎসার জন্য তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads