তৌকীর আহমেদের পরিচালনায় আগামী ঈদের জন্য মম ‘স্বর্ণলতা’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন গুণী অভিনেত্রী, নাট্যকার বিপাশা হায়াত। এটি প্রযোজনা করেছেন আলফা আই প্রোডাকশনের কর্ণধার শাহরিয়ার শাকিল। এরই মধ্যে রাজধানীর অদূরে রাজেন্দ্রপুরে ‘স্বর্ণলতা’র শুটিং শেষ হয়েছে। এতে মম অভিনয় করেছেন তৌকীর আহমেদের বিপরীতে।
‘স্বর্ণলতা’য় কাজ করা প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমার জাতীয়ভাবে স্বীকৃতি তৌকীর ভাইয়ের সিনেমাতেই কাজ করে। তাই তার প্রতি সবসময়ই আমার অন্যরকম শ্রদ্ধা, ভালোবাসা। তৌকীর ভাই একাধারে একজন গুণী অভিনেতা, নাট্যনির্দেশক এবং একজন মেধাবী চলচ্চিত্র পরিচালক। যদিওবা দারুচিনি দ্বীপের পর তার নির্দেশনায় সিনেমাতে কাজ করার আর সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু যে একটি সিনেমাতে অভিনয় করেছি, সেটাই আমার কাছে মাইলফলক। তার নির্দেশনায় স্বর্ণলতাতে কাজ করতে গিয়ে সেই এক যুগ আগের কত স্মৃতি মনে পড়ে যায়। অবশ্য আমরাও শুটিংয়ের ফাঁকে ফাঁকে সেসব কথা মনে করেছি।’
বিপাশা হায়াত প্রসঙ্গে মম বলেন, ‘বিপাশা আপাও আমার ভীষণ শ্রদ্ধার এবং প্রিয় একজন অভিনেত্রী। তাকে এখন অভিনয়ে ভীষণ মিস করি। তার লেখা সবসময়ই অসাধারণ। আমি সবসময়ই তার রচিত গল্পে কাজ করার ইচ্ছে রাখি। সত্যি বলতে কী, নিজের অভিনয় নিয়ে খেলার সুযোগ থাকে এমন গুণী নাট্যকারের লেখা গল্পে। স্বর্ণলতা দর্শকের ভীষণ ভালো লাগবে আশা করছি।’
জাকিয়া বারী মম জানেন, আগামী কোরবানির ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে। মম বর্তমানে ভিন্ন ধরনের চরিত্রগুলোতে অভিনয় করার চেষ্টা করছেন। একজন জাত অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা তার। এরই মধ্যে সুমন আনোয়ারের রচনা ও নির্দেশনায় মম ‘নীলমায়া’ নাটকের কাজ শেষ করেছেন। এ নাটকটি নিয়েও তিনি দারুণ আশাবাদী।