শিডিউল ফাঁসিয়ে নাট্য নির্মাতাকে বিপদে ফেলার অভিযোগ আনা হয়েছে অভিনেত্রী তাসনিয়া ফারিনের বিরুদ্ধে। গত ১৯ ও ২০ জুলাই তাসনিয়া ফারিনের ডেট দেওয়া ছিল সৈয়দ ইকবালের রচনা ও ইউসুফ চৌধুরীর পরিচালনায় ‘বাটার বন’ নাটকের জন্য। কিন্তু এই অভিনয়শিল্পী হঠাৎ করেই শুটিংয়ের আগের দিন রাতে (১৮ জুলাই) নিজের ‘চরিত্র পছন্দ হচ্ছে না’ বলে কাজটি করছেন না—এমনটা জানান পরিচালক ইউসুফ চৌধুরীকে। খুব স্বাভাবিকভাবেই পরিচালক বেশ ঝামেলায় পড়ে যান। কারণ শুটিং হাউস থেকে শুরু করে লাইট-ক্যামেরা এবং অন্যান্য কো-আর্টিস্টদের ডেট নেওয়া ছিল।
ইউসুফ চৌধুরী বলেন, আমি প্রায় পনেরো দিন আগে ‘বাটার বন’ নাটকের গল্পটি শুনিয়ে এবং গল্প সংক্ষেপটি তাকে পাঠিয়ে ডেটটা লক করি। তিনি জানতেন চরিত্র কোনটা ছিল। গল্প সংক্ষেপের সঙ্গে মিল রেখেই স্ক্রিপ্ট করা হয় এবং সেভাবেই তার কাছে স্ক্রিপ্ট যাওয়ার পর শুটিংয়ের আগের দিন রাত ২টার সময় আমাকে জানান, তিনি এই চরিত্রটি করতে পারবেন না। এমনকি তিনি একজন সহশিল্পীকেও কাজটি না করার জন্য অনুরোধ করেন। সবমিলিয়ে আমি আসলে বেশ ঝামেলায় পড়ে যাই।
এ ব্যাপারে অভিনেত্রী তাসনিয়া ফারিনের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে, পরিচালক ইউসুফ চৌধুরী পূর্ব নির্ধারিত তারিখেই তার কাজ শেষ করেছেন। তাৎক্ষণিকভাবে সেখানে তাসনিয়া ফারিনের জায়গায় তানিয়া বৃষ্টিকে কাস্ট করা হয়। নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, শাওন, নুসরাত জান্নাত রুহী, ওয়াহিদ ইকবাল মার্শাল, তুরিন ও আজম খানসহ আরো অনেকে।