জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে রমজান মেশিনারীজসহ পুড়ে গেছে তিনটি বড় ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
গতকাল শনিবার রাত তিনটার দিকে পৌর শহরের মালিবাগ কামারপট্টি এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে কামারপট্টি মোড় এলাকায় ভাই ভাই ওয়ার্কসপে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পাশেই রমজান মেশিনারীজ ও সিফা মেশিনারীজ এন্ড ময়দার মিলে আগুন লেগে যায়। এ সময় রমজান মেশিনারীজের ভিতরে থাকা নতুন শ্যালো মেশিন, অটো ইজিবাইক, টায়ার, মবিল, পাম্প, ব্যাটারি, মোটর সাইকেল, ভূট্টা মাড়াই মেশিন, পাওয়ার টিলার মেশিন, পাওয়ার টিলারের বডিসহ প্রায় ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। একই সময় ভাই ভাই ওয়ার্কসপের ২টি লেদ মেশিন, জেনারেটর, মোটর, ওয়েল্ডিং মেশিন, ডিল মেশিন, সেফার মেশিনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায় এবং সিফা মেশিনারীজ এন্ড ময়দার মিলের মেশিন, মালামাল ও বিভিন্ন যন্ত্রাংশসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এতে করে আগুনে পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত রমজান মেশিনারীজের মালিক রমজান আলী বলেন, আগুনে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। কোন কিছুই বের করার সুযোগ হয়নি। কিভাবে কি করবো বুঝতে পারছিনা।