কারওয়ান বাজারে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

কারওয়ান বাজারে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ মার্চ, ২০১৯

রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের পেছনে একটি গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টা ১০মিনিটে এই আগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। তবে ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, এখানে বস্তি উচ্ছেদের কাজ চলছিল। এর মধ্যে কিছুলোক আগুন লাগার জায়গায় তারা ময়লা পোড়াচ্ছিল।সেখান থেকে আগুন ছড়িয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads