জালিয়াতি করে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ৯ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার তাদের তলব করে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক সামছুল আলম।
আগামী বুধবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে তাদের।
যাদের তলব করা হয়েছে তাদের মধ্যে আছেন ব্যাংকটির শেরপুর শাখার ৫ কর্মকর্তা। তারা হলেন- অপারেশনস ম্যানেজার এডিএম সোলাইমান, ক্রেডিট অফিসার কামরুল ইসলাম, ইমাম হোসাইন, মো. আবদুল্লাহ ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. আবু নাঈম।
তলব করা অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- প্রধান কার্যালয়ের করপোরেট ব্যাংকিং ডিভিশনের এসভিপি অলক কুমার বিশ্বাস, হেড অব এইচআরডি রিতা সেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আমিন এবং গুলশান শাখার হেড অব সিএডি আশীষ কুমার লস্কর।