প্রচন্ড তাপদাহে রাবি শিক্ষার্থীদের লুঙ্গি মিছিল

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

প্রচন্ড তাপদাহে রাবি শিক্ষার্থীদের লুঙ্গি মিছিল

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০১৯

রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী। ফলে প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে নগর জীবন। তীব্র রোদ, অসহনীয় গরম বাতাসে কোথাও নেই স্বস্থি। প্রচন্ড তাপদাহে তাই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা লুঙ্গি পরেই মিছিল করেছে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে লুঙ্গি পরেই শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে গরমের সঙ্গী, আমাদের লুঙ্গি ইত্যাদি শ্লোগান দিতে থাকে।

শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শোয়াইব শুভ বলেন, গরমের জ্বালায় কোথাও টিকতে পারছিনা। হলের ট্যাপের পানি তো হাতই দেয়া যাচ্ছে না। গোসল করেও স্বস্তি পাচ্ছি না। ক্লাসে ও রুমে কোথাও শান্তি নেই। সবমিলিয়ে দূর্ভোগের মধ্যে দিয়ে দিন যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads