নেত্রকোণার কলমাকান্দায় নিম্নমানের কাজের অভিযোগ তুলে ঠিকাদারের নিযুক্ত ম্যানেজার কে মারধর ও চাঁদাবাজির মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় আজ সোমবার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সারোয়ার জাহান এর পক্ষে জাহিদুল হক আব্বাসী রনি বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এজাহারভুক্ত অন্য আরেক আসামি পলাতক রয়েছেন।
সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়ন হরিপুর গ্রামের তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে তাদের নেত্রকোণা জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত সোহেল মিয়া(৩০) উপজেলার নাজিরপুর ইউনিয়ন হরিপুর গ্রামের ওফিজ আলী'র পুত্র ও নয়ন মিয়া (৩০) একই গ্রামের মহব্বত আলী'র পুত্র।
মামলা বিবরণ ও স্থানীয় সুত্রে জানা গেছে , উপজেলার সিধলী টু নাজিরপুর রাস্তায় (১কি.মি.) ৭০ লক্ষ টাকার ব্যায়ে পাকা করনের কাজ বাস্তবায়ন করছে জেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। রাস্তাটির কাজের শুরু থেকেই মামলার এজাহারভুক্ত আসামিগণ ও তাদের লোকজন কাজের মান নিম্নমানের নিয়ে প্রশ্ন তুলে ২ লক্ষ টাকার চাঁদা দাবি করেন।
গতকাল রোববার বিকালে এসময় কাজের তদারকির দায়িত্বে থাকা ঠিকাদারের নিযুক্ত ম্যানেজার বিনু মিয়া'র উপর হামলা চালায়। এতে করে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে জেলার পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বিনু মিয়াকে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাজহারুল করিম সত্যতা স্বীকার করে বলেন, সোমবার এ ঘটনায় একটি মামলা হয়েছে ২৪(৪)১৯ ইং। গ্রেফতারকৃত সোহেল মিয়া ও নয়ন মিয়াকে দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।