পাইকগাছায় মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

পাইকগাঁছা তেঁতুলতলা মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে এলাকাবাসী

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

পাইকগাছায় মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জানুয়ারি, ২০১৯

পাইকগাছার লতা ইউনিয়নের তেঁতুলতলা গোবিন্দ মন্দিরের জায়গা দখলের অভিযোগে মালথ গ্রামের ইসলাম মোড়লের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।  আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কৃষ্ণ রায়, গোপাল মন্ডল, চিত্তরঞ্জন বাছাড়, সাবিত্রী সরকার, পারুল সরকার, প্রিয়াঙ্কা মন্ডল, খুকু মন্ডল, চন্দনা মন্ডল, অনন্ত বিশ্বাস, সুভৎকার মনি, নান্টু মন্ডল, কালীপদ মন্ডল, রবীন্দ্রনাথ সরদার, মহিলাল, সুভাষ সরকার, দিপংকর সরকার, কাজল মন্ডল, দ্বীজেন হালদার, দিবাশীষ মন্ডল, কুমারেশ সরকার, ভূধর মন্ডল, প্রশান্ত সরকার, হরিদাশ সরকার, বাদল মন্ডল, দেবদাশ সরকার, সুকুমার হালদার, নটবর মন্ডল, বিকাশ হালদার, ঠাকুর দাশ হালদার ও পঙ্কোজ হালদার।

মানববন্ধন শেষে এলাকাবাসী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর সঙ্ড়ে দেখা করে বিষয়টি অবহিত করেন। এ সময় সংসদ সদস্য শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন এলাকাবাসীকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads