পাইকগাছায় এমপি আক্তারুজ্জামান বাবুকে সংবর্ধনা

সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুকে সংবর্ধনা দিয়েছে পাইকগাছা পৌরসভা ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পাইকগাছায় এমপি আক্তারুজ্জামান বাবুকে সংবর্ধনা

  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জানুয়ারি, ২০১৯

পাইকগাছা পৌরসভা ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদের যৌথ উদ্যোগে সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে পৌরসভা মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।

পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব রশীদুজ্জামান, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, অধ্যক্ষ রবিউল ইসলাম, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহবায়ক মনোহর চন্দ্র সানা, আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, আলহাজ্ব মুনছুর আলী গাজী, হেমেশ চন্দ্র মন্ডল, শিশু বিশেষজ্ঞ ডাঃ মুহাঃ কওছার আলী গাজী, শেখ আনিছুর রহমান মুক্ত, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, আসমা আহম্মেদ, কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আলাউদ্দীন গাজী, সরবানু বেগম, পৌর সচিব লিয়াকত আলী, আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ, উত্তম সাধু, দাউদ শরীফ, গাজী শহিদুল ইসলাম খোকন, আব্দুল জব্বার, ইমান আলী মাস্টার, জিন্নাত আলী সানা, সাজ্জাত আলী সরদার, দেবব্রত দাশ, আলহাজ্ব রেজাউল করিম, আলহাজ্ব মাহবুবুর রহমান, ডাঃ আনোয়ার হোসেন, মাসুমা বেগম, শিহাব উদ্দীন ফিরোজ বুলু, এমএম আজিজুল হাকিম, কেডি বাবু, শুকুরুজ্জামান, ইলিয়াস হোসেন, মৃত্যুঞ্জয় সরদার, হাফেজ আব্দুল্লাহ ও স্বপন চক্রবর্তী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads